বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান নাভানা ইঞ্জিনিয়ারিং লিঃ এর সর্বপ্রথম এক্সক্লুসিভ ডিলার শপের শুভ উদ্বোধন হয়ে গেল গুলশানের ভাটারা এলাকায়। ৫ই নভেম্বর রোজ শনিবার এর শুভ-উদ্বোধন করেন হেড অফ বিজনেস, ইঞ্জিঃ আতিউর রহমান। শুরু থেকেই কঠোর মান নিয়ন্ত্রণ ও উন্নত প্রযুক্তির সাহায্যে নাভানা প্রস্তুত করে আসছে বিশ্বমানের প্লাষ্টিক, ওয়াটার পাম্প, কিচেন স্টোভ, কিচেন সিংক সহ অন্যান্য পণ্য যা অনায়াসেই দেশের চাহিদা পূরণ করে এগিয়ে চলছে বিশ্ববাজারে। অতি শীঘ্রই, চেইন আউটলেটের মাধ্যমে সারাদেশব্যাপী পণ্য পৌঁছে দেয়া হবে ভোক্তাদের কাছে। নাভানার এই পদক্ষেপের জন্য মাননীয় চেয়ারম্যান শফিউল ইসলাম -কে আন্তরিক অভিনন্দন।