আবাসনখাতে ব্যবহৃত নানা উপকরণের মেলা বসেছিল রাজধানীর বারিধারা বসুন্ধরা কনভেনশন সেন্টারে। বিদেশ থেকে আমদানি করা নামীদামী সব পণ্যের পাশাপাশি উন্নত প্রযুক্তিতে দেশে তৈরি যন্ত্রপাতিও ছিল মেলায়।
অংশগ্রহণকারীরা জানালেন, মেলায় প্রযুক্তি পরিচিতির এমন সুযোগ আবাসন খাতের মন্দা কাটাতে কার্যকর ভূমিকা রাখবে।
রাজধানীতে নিজের একটি স্থায়ী ঠিকানা কে না চায়। আর এমন স্বপ্ন পূরণে সহায়তা করেন যারা তাদেরই মেলা বসেছিল বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টারে। আবাসন ব্যবসায়ী থেকে শুরু করে বাড়ি নির্মাণের যাবতীয় টুকিটাকি সামগ্রীর পসরা বসেছিল এখানে।
নগর জীবনে বাড়ির নিরাপত্তায় আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বশেষ তথ্যও দিতে দেখা গেল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে।
মেলায় পরিবেশবান্ধব সৌর জ্বালানি প্রযুক্তির দিকেও ছিল দর্শনার্থীদের আগ্রহ। কেবল গ্রামে নয় বরং নগরীতেও বাসাবাড়ির বিদ্যুৎ চাহিদা পূরণে ইদানীং সৌর বিদ্যুতের চাহিদা বাড়ছে বলে জানালেন অংশগ্রহণকারীরা।
আবাসনখাতকে গতিশীল করতে এ ধরনের মেলা ইতিবাচক ভূমিকা রাখে উল্লেখ করে আগামীতে আরো বেশি করে এ ধরনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
Somoynews link: http://www.somoynews.tv/pages/details/%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4