বাড়ি নির্মাণ করতে মানসম্মত পাইপ ও ফিটিংস সামগ্রী দিচ্ছে দেশের নাভানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। একই সঙ্গে গৃহস্থালির নানা প্রয়োজনীয় পণ্য উৎপাদন করছে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো‘তে কোম্পানির বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার শুভাশীষ ভৌমিক এমনটাই জানান। তিনি বলেন, ২০১০ সাল থেকে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড পাইপ ও ফিটিংস তৈরি করছে। এসব পাইপ ঘর-বাড়ি নির্মাণে সাধারণ মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বিশেষ করে ঢাকা ওয়াসা ও টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণ কাজে ব্যবহƒত হচ্ছে। শুভাশীষ বলেন, সব ধরনের কাঁচামাল বিদেশ থেকে এনে উন্নত প্রযুক্তিতে দেশে এসব পাইপ ও ফিটিংস প্রস্তুত করা হয়। যার গুণগত মান অনেক ভালো। দামও কম। তিনি জানান, নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড মানসম্মত ও পরিবেশবান্ধব পণ্য তৈরির জন্য যুক্তরাজ্যের ওয়াটার রেগুলেশনস অ্যাডভাইজরি স্কিম লিমিটেডের সনদ ছাড়াও আইএসও সনদ অর্জন করেছে। তিনি জানান, ২০১৬ সালের জানুয়ারিতে ওয়াটার পাম্প ও রান্না ঘরের সিংক, কিচেন স্টোভসহ কিছু পন্য বাজারে ছাড়বে নাভানা। গৃহস্থালির পণ্যের মধ্যে বালতি, টুল, গামলা, হ্যাঙ্গার, লন্ড্রি, ওয়েস্ট পেপার বাস্কেটসহ নানা ধরনের পণ্য বিপণন করা হবে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিক্রয় কর্মকর্তা আরফাজ উদ্দিন জানান, গৃহস্থালির সব ধরনের পণ্য উৎপাদন করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সহনীয় দামে মানসম্মত এ পণ্য নিশ্চিত করা হবে। নাভানার এক্সিকিউটিভ কস্টিং অ্যান্ড বিজনেস অ্যানালাইসিস আরিফুর রহমান বলেন, শিগগির ভারতের বাজারে পণ্য রফতানি করবে নাভানা। পরে নেপাল ও ভুটানে। পর্যায়ক্রমে নাভানার পণ্য চীন, থাইল্যান্ড ও মায়ানমারে নিয়ে যাওয়া হবে। বাড়ি নির্মাণ সামগ্রীর আন্তর্জাতিক প্রদর্শনী ৩ ডিসেম্বর শুরু হয়ে গতকাল শেষ হয় ৫ ডিসেম্বর।