বাড়ি নির্মাণ করতে মানসম্মত পাইপ ও ফিটিংস সামগ্রী দিচ্ছে দেশের নাভানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। একই সঙ্গে গৃহস্থালির নানা প্রয়োজনীয় পণ্য উত্পাদন করছে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (?আইসিসিবি) আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার শুভাশীষ ভৌমিক এমনটাই জানান।
তিনি বলেন, ২০১০ সাল থেকে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড পাইপ ও ফিটিংস তৈরি করছে। এসব পাইপ ঘর-বাড়ি নির্মাণে সাধারণ মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বিশেষ করে ঢাকা ওয়াসা ও টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহূত হচ্ছে।
নাভানার পাইপ ও ফিটিংস মানুষ কেন ব্যবহার করবে—এমন প্রশ্নের জবাবে শুভাশীষ ভৌমিক বলেন, সব ধরনের কাঁচামাল বিদেশ থেকে এনে উন্নত প্রযুক্তিতে দেশে এসব পাইপ ও ফিটিংস প্রস্তুত করা হয়। যার গুণগতমান অনেক ভালো, দামও কম।